বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, নতুন দেশ যুক্ত করল আইসিসি

                                                         বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা বোর্ড সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে সিদ্ধান্তটি নিশ্চিত করেন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি ও অবস্থান আইসিসির নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করা ছাড়া আইসিসির আর কোনো উপায় ছিল না।

এর আগে গত বুধবার আইসিসির বোর্ড সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ তাদের অবস্থান থেকে সরে আসবে না।

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে অংশ নেবে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পায়নি ক্রিকবাজ। তবে ওয়েবসাইটটি জানিয়েছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে এ নিয়ে যোগাযোগ হয়েছে।

Related Posts

সর্বশেষ খবর