Brick Lane News

হজযাত্রীদের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি

চলতি বছরের হজযাত্রীদের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। আবেদন করা যাবে ২০ মার্চ পর্যন্ত। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভিসার আবেদন না করলে কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না।

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থায় নিবন্ধিত সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নির্ধারিত টিকাকেন্দ্র থেকে প্রয়োজনীয় টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এসব প্রক্রিয়া শেষ করে সৌদি নুসুক মাসার পদ্ধতির মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং অনুমোদিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, ভিসার আবেদন অবশ্যই আগামী ২০ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে।

Related Posts

Social Media

সর্বশেষ খবর