সিলেটের জৈন্তাপুরে ‘নীল নদ’ খ্যাত সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মৃত শিক্ষার্থীর নাম মো. মুসআব আমীন, তিনি শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র। মুসআব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা একটার দিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে সাহেবমারা এলাকায় নদের পানিতে গোসলে নামার সময় তিনি চোরাবালিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা মুসআবকে খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে জৈন্তাপুর থানা ও ফায়ার সার্ভিস পৌঁছে প্রায় তিন ঘণ্টা প্রচেষ্টার পর বিকেল চারটার দিকে স্থানীয় ডুবুরি দল মুসআবের লাশ উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



