আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সমাবেশ, ভোটকেন্দ্র ও ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে চরমপন্থী হামলা বা রাজনৈতিক সহিংসতা ঘটতে পারে। অনেক ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাবেশও হঠাৎ সংঘাতময় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ কারণে বড় ধরনের জমায়েত, বিক্ষোভ ও মিছিল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের সময় সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল ফোন সব সময় সচল রাখতেও বলা হয়েছে।
এদিকে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সরকার যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।
পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে গ্রহণযোগ্য পরিষেবাগুলো সীমিত থাকবে বলে জানানো হয়েছে।
মার্কিন দূতাবাস নাগরিকদের জন্য একটি করণীয় তালিকাও প্রকাশ করেছে। এতে বড় ভিড় এড়িয়ে চলা, স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা এবং চলাচলের জন্য বিকল্প পথ নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি পরিস্থিতিতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়া এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।



