নতুন বছর শুরু হতেই আরও একবার অভিনয়ের স্বীকৃতি পেলেন জয়া আহসান। কলকাতার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে তার অভিনয়ই এনে দিয়েছে এই সম্মাননা।
পুরস্কার পাওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আহসান জানান, বছরের প্রথম পুরস্কার হিসেবে এই স্বীকৃতি তার জন্য বিশেষভাবে আনন্দের। তিনি লেখেন, জি২৪ ঘণ্টার আয়োজনে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি কৃতজ্ঞ ও আপ্লুত। তার পোস্টে অভিনন্দন জানিয়েছেন দুই বাংলার বহু অভিনয়শিল্পী ও শুভানুধ্যায়ী।
মানিক বন্দ্যোপাধ্যায়ের বহুল আলোচিত উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৪-৩৫ সালে। দীর্ঘ বিরতির পর সেই সাহিত্যকর্মই চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে এসেছে।
সিনেমায় কুসুম চরিত্রে দেখা গেছে জয়া আহসানকে। তার পাশাপাশি অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।
কুসুম চরিত্রটি নিয়ে এক সাক্ষাৎকারে জয়া বলেন, কুসুম এমন একজন নারী, যে নিজের অনুভূতি ও কামনাকে আড়াল করে রাখে না। সে স্বাধীনচেতা, স্পষ্টভাষী এবং শশীর চরিত্রের বিপরীতে দাঁড়িয়ে প্রশ্ন তুলতে পারে যা তাকে অন্য অনেক নারী চরিত্রের চেয়ে আলাদা করে তোলে।



