Brick Lane News

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: জুলাইয়ে নিহত শিবির কর্মী আবু সাঈদের বাবা

২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শিবির কর্মী আবু সাঈদের বাবা মকবুল হোসেন জানিয়েছেন, তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মকবুল হোসেন বলেন, “আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহীদদের আত্মত্যাগের ফলস্বরূপ একটি উন্নত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন পূরণ হবে।”

এদিন সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারতের পরে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

Related Posts

Social Media

সর্বশেষ খবর