জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে ইসলামী আন্দোলনের বাগ্‌বিতণ্ডা, গভীর রাতে অগ্নিসংযোগ

নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও নির্বাচনী সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার গভীর রাতে নড়াইল সদর উপজেলার বিছালী তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে। ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের দাবি, রাতে ভোট চাওয়াকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হলেও পরে বিষয়টি মীমাংসা হয়। এর কিছু সময় পরই দুর্বৃত্তরা ওই নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

অগ্নিকাণ্ডে চেয়ার-টেবিল, মাইক, হাতপাখা প্রতীকসহ কার্যালয়ে থাকা সব সরঞ্জাম পুড়ে যায়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সেক্রেটারি এস এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকেই এই কার্যালয়টি ব্যবহৃত হয়ে আসছিল। বাগ্‌বিতণ্ডার ঘটনার পরই কার্যালয়ে আগুন দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা।

তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা বলেন, বাগ্‌বিতণ্ডার বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা হয় এবং সবাই শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে যান। অগ্নিসংযোগের ঘটনায় তাদের কোনো ভূমিকা নেই বলেও দাবি করেন তিনি।

Related Posts

সর্বশেষ খবর