Brick Lane News

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেনাসদরে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের ছবি প্রকাশ করে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে উভয় পক্ষ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি চার বছর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

Related Posts

Social Media

সর্বশেষ খবর