লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য সাদিক রহমানের পিতা হাফিজ আব্দুন নূর এর মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক

প্রেস বিজ্ঞপ্তিঃ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও ৫২ বাংলা টিভির স্টাফ করেসপন্ডেন্ট সাদিক রহমান এর পিতা হাফিজ আব্দুন নূর এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, হাফিজ আব্দুন নূর ৪ নভেম্বর, শনিবার বাংলাদেশে সিলেটস্থ নিজ বাসভবনে ( বাংলাদেশ সময় রাত ১১টায়) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন । মৃত্যুকালে তিনি ৬ ছেলে ১ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

হাফিজ আব্দুন নূর বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী করপোরেট শাখার অবসরপ্রাপ্ত স্টাফ অফিসার ছিলেন।

মরহুমের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া নয়াগ্রাম।

রবিবার বাদ জোহর মরহুমের নিজ গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Related Posts

সর্বশেষ খবর