রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, মহানগরীর বিভিন্ন থানায় একযোগে পরিচালিত অভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া শাহবাগ থানা এলাকা থেকে ১৫ জন, গেন্ডারিয়া থানা থেকে ছয়জন, যাত্রাবাড়ী থানা থেকে চারজন, হাজারীবাগ থানা থেকে তিনজন এবং সূত্রাপুর ও পল্লবী থানা এলাকা থেকে দুজন করে গ্রেফতার করা হয়।
এছাড়া লালবাগ, মিরপুর, তেজগাঁও, খিলগাঁও, শেরেবাংলা নগর, উত্তরখান ও ওয়ারী থানা এলাকা থেকে একজন করে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নারীও রয়েছেন এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার সবাইকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।



