যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এর বাড়িতে আগুন

ব্রিকলেন নিউজঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জগন্নাথপুরের পূর্ব ভবানীপুর এলাকার টিনশেড ঘরে আগুন লাগে। এলাকাবাসীর চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ও তাঁর ছোট ভাই জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ যুক্তরাজ্যে বসবাস করেন। কয়ছর আহমেদের স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা ওই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কয়ছর আহমেদের ওই বাড়িতে পরিবারের সদস্যরা কেউ থাকেন না। হাবিবুর রহমান নামের এক ব্যক্তি বাড়িটি দেখাশোনা করেন। গতকাল রাতে আগুনের ধোঁয়া দেখে হাবিবুর চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে প্রতিবেশীদের চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের খবর পেয়ে গতকাল রাতেই জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কয়ছর আহমেদের ভাতিজা ওই একই গ্রামের বাসিন্দা মারজান আহমেদ বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন লাগার পর বাড়ির তত্ত্বাবধায়ক দুজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা বলেন, ‘কয়ছর এম আহমেদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসায় দেশে আসতে পারছেন না। তাঁদের বাড়িতে আগুন লাগার ঘটনা দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

Related Posts

সর্বশেষ খবর