মেহেরপুরে কারাগারে বন্দী অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

মেহেরপুর জেলা কারাগারে বন্দী অবস্থায় গোলাম মোস্তফা (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোলাম মোস্তফা সদর উপজেলার মহাজনপুর গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের মহাজনপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর রাতে সদর থানা পুলিশের অভিযানে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালে ‘কথিত বন্দুকযুদ্ধে’ জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল্লাহ নিহত হওয়ার ঘটনায় হওয়া হত্যা মামলা এবং একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এ হত্যা মামলাটি ২০২৪ সালের সেপ্টেম্বরে তারিক সাইফুল্লাহর পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গোলাম মোস্তফা। অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে স্থানীয় জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মেহেরপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ আমানুল্লাহ জানান, বিস্ফোরক ও হত্যা মামলায় বন্দী থাকা অবস্থায় গোলাম মোস্তফা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত চিকিৎসা দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

কারা কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Posts

সর্বশেষ খবর