Brick Lane News

ভোট চুরি করতে এলে সেনাবাহিনী এবার চামড়া লাল করে দেবে: হাসনাত

এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে জোরজবরদস্তির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় ডিসি-এসপিদের মাধ্যমে নির্বাচন নিয়ন্ত্রণ করে ক্ষমতায় বসেছে ফ্যাসিবাদী চক্র। তারা জনগণের ভোটে নয়, টাকার জোরে নির্বাচিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “ফ্যাসিবাদীরা একদিকে ভোট লুট করেছে, অন্যদিকে জনগণের অর্থসম্পদ লুট করেছে। এবার যদি কেউ ভোট চুরি করতে আসে, সেনাবাহিনী চামড়া লাল করে দেবে। আমরা প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করব।”

তিনি অভিযোগ করেন, পুরোনো কৌশলে এখনও কেউ কেউ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে, যা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

হাসনাত বলেন, “জনগণই রাষ্ট্রের মালিক। তাদের কাছে ভোট ভিক্ষা চাইতে আমাদের কোনো লজ্জা নেই। চাঁদাবাজি করার চেয়ে ভোট ভিক্ষা চাওয়া অনেক বেশি সম্মানের। যারা কর দিয়ে রাষ্ট্র চালায়, রাষ্ট্রের বৈধতা দেয়, তাদের কাছে মাথা নত করলে সম্মান বাড়ে।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে জনগণকে রাষ্ট্র ও সরকার অবমূল্যায়ন করেছে। ফ্যাসিবাদী শাসনে জনগণের কোনো মূল্য ছিল না। তারা জনগণের ভোটে নয়, প্রশাসন ও টাকার শক্তিতে নির্বাচিত হতো।”

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সময় এসেছে আপনারা নিজের ভোট নিজে দেবেন। টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। তাহলে জনপ্রতিনিধিরা আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে এবং রাষ্ট্রের কর্মচারীরাও জনগণের সেবায় বাধ্য হবে।”

তিনি বলেন, এনসিপি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে চায়।

উঠান বৈঠকে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি এলাহাবাদ পৌর এলাকার ছোট আলমপুরসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

Related Posts

Social Media

সর্বশেষ খবর