ব্রিটিশ এমপির ‘অসত্য’ মন্তব্যের প্রতিবাদ জানাল জামায়াত-

ব্রিকলেন নিউজ- 

কয়েক দিন আগে বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্যের করা মন্তব্যকে বিভ্রান্তিকর ও অসত্য আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

রবিবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে তার বাসায় সাক্ষাৎকালে প্রতিবাদলিপি প্রদান করে জামায়াতের প্রতিনিধিদল।

জানা যায়, এদিন ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়। 

জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Related Posts

সর্বশেষ খবর