টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেটে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। তবে আইসিসির এই সিদ্ধান্তের পক্ষেই অবস্থান নিয়েছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল।
বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মদন লাল দাবি করেন, পাকিস্তানের ভুল পরামর্শের কারণেই বাংলাদেশ এই সংকটে পড়েছে। তার মতে, ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গিয়ে বাংলাদেশ বড় ধরনের কৌশলগত ভুল করেছে।
মদন লাল বলেন,
“বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে পাকিস্তান। এখন স্কটল্যান্ডের সামনে বড় সুযোগ এসেছে—তারা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি এক্সপোজার পাবে। বাংলাদেশ এখানে বড় ভুল করেছে।”
আইসিসির সিদ্ধান্তকে পুরোপুরি যৌক্তিক আখ্যা দিয়ে তিনি আরও বলেন,
“এত বড় একটি ইভেন্ট থেকে সরে দাঁড়ালে আইসিসি তো অবস্থান নেবেই। বাংলাদেশকে বাদ দেওয়া একদম সঠিক সিদ্ধান্ত।”
শুধু মাঠের ক্রিকেট নয়, এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়বে আর্থিক দিক থেকেও—এমন আশঙ্কা প্রকাশ করেছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার। তার মতে, বিশ্বকাপ না খেললে বিসিবি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বে।
মদন লালের ভাষায়,
“আইসিসি যদি ভবিষ্যতের বিশ্বকাপেও বাংলাদেশকে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। বর্তমান সময়ে ক্রিকেট মূলত একটি বাণিজ্যিক খেলা, এখানে এমন সিদ্ধান্তের প্রভাব ভয়াবহ।”



