প্যারোলেও মুক্তি মেলেনি ছাত্রলীগ সভাপতি সাদ্দামের, জেল গেটে স্ত্রী-সন্তানের লাশ

স্ত্রী-সন্তানের লাশ সাদ্দামকে দেখানোর জন্য যশোর কারাগারের গেটে

বাগেরহাটের সদর উপজেলায় ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তাদের নয় মাসের শিশু সন্তান নাজিম হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে শিশুটিকে পানিতে ডুবিয়ে হত্যা করার পর মা কানিজকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি রহস্যজনক মৃত্যুর দাবি করে সুষ্ঠু তদন্তের অনুরোধ করা হচ্ছে।

জানাগেছে, প্রায় পাঁচ বছর আগে কানিজ সুবর্ণা স্বর্ণালী ও নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম প্রেম করে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে একমাত্র সন্তান হিসেবে জন্ম নেয় সেহজাদ হোসেন নাজিফ নামে একটি ছেলে সন্তান।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে যান জুয়েল হাসান সাদ্দাম। এর মধ্যেই প্রায় নয় মাস আগে জন্ম হয় তাদের সন্তান নাজিমের। সন্তান জন্মের পর থেকেই বাবা কারাগারে থাকায় তার আদর-আশীর্বাদ থেকে বঞ্চিত ছিল শিশুটি।

জেল থেকে স্ত্রীকে লেখা একটি চিঠিতে সাদ্দাম সন্তানকে কোলে নিতে না পারার বেদনা প্রকাশ করেছিলেন। কিন্তু সেই আশা পূরণ হয়নি।

ঘটনার পর স্থানীয়রা বলছেন, হাসি-খুশির একটি পরিবার মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। তারা মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করছেন এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

কানিজের ভাই শুভ হাওলাদার বলেন, সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তারা বাগেরহাট জেলা প্রশাসনকে জানিয়েছিলেন। তবে যেহেতু সাদ্দাম যশোর কারাগারে বন্দি, প্যারোল বিষয়টি যশোর জেলা প্রশাসনের এখতিয়ার, তাই দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুম খান বলেন, সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহত কানিজের বাবা রুহুল আমিন হাওলাদার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Posts

সর্বশেষ খবর