পাবনা সদর উপজেলার দাপুনিয়া চড়–ইমারী গ্রামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত ইমরান হোসেন ওরফে কালু (২২) দাপুনিয়া ইউনিয়নের খোকরা উপরপাড়া গ্রামের একরাম হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, কালু মাদকাসক্ত ছিলেন এবং বৃহস্পতিবার রাতে মেহগনি বাগানে তার বন্ধুদের সঙ্গে মাদক সেবন করছিলেন।
পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, মাদক নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার বন্ধুরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই কালু নিহত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। শুক্রবার সকালে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়।
ওসি দুলাল হোসেন বলেন, “নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানেও পুলিশ কাজ করছে।”



