নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে নোয়াখালীকে একটি পূর্ণাঙ্গ বিভাগে উন্নীত করা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। হান্নান মাসউদ জনগণকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “নোয়াখালী যেন গরিবের বউ, সবার ভাবি না হয়। কারও জমি দখল বা ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।” হান্নান মাসউদ নোয়াখালীকে প্রাচীন ও সম্ভাবনাময় জেলা হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার এই অঞ্চলকে উন্নয়নের মূলধারায় আনা জরুরি।
জনসভায় তিনি জেলার দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন। নদীভাঙন, জলাবদ্ধতা ও দুর্বল অবকাঠামো নোয়াখালীর প্রধান অন্তরায়। বিশেষ করে হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় ভয়াবহ নদীভাঙনের কারণে হাজারো মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। হান্নান মাসউদ আশ্বাস দেন, জোট সরকার ক্ষমতায় এলে এসব এলাকার স্থায়ী সমাধান অগ্রাধিকার পাবে এবং মাইজদী শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দ্রুত সমাধান করা হবে।



