বাগেরহাটের রামপাল মৈত্রী সুপার তাপবিদ্যুৎকেন্দ্রে কর্মরত ৯ জন ভারতীয় কর্মকর্তা অনুমতি ছাড়াই হঠাৎ কর্মস্থল ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেছেন। তারা কাউকে না জানিয়ে শনিবার সকালে নিজ নিজ গাড়িতে বের হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দেশে ফিরে যান।
তাপবিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, শনিবার সকালে নির্ধারিত সময়ে ওই কর্মকর্তাদের উপস্থিতি না থাকায় কর্তৃপক্ষ তাদের খোঁজখবর শুরু করে। পরে জানতে পারেন, তারা অনুমতি ছাড়াই বিদ্যুৎকেন্দ্র থেকে চলে গেছেন। তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা নিরাপত্তা ঝুঁকির কথা জানান। তবে কেন্দ্রটিতে সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকায় এমন নিরাপত্তা হুমকি কোনো দিনই ছিল না, বলছেন কর্তৃপক্ষ।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে কর্মরত ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) থেকে প্রেষণে থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—জেনারেল ম্যানেজার প্রতিম ভর্মন, বিশ্বজিৎ মণ্ডল, এন সুরায়া প্রকাশ রায়; সহকারী জেনারেল ম্যানেজার কেশবা পালাকি, পাপ্পু লাল মিনা; ডেপুটি জেনারেল ম্যানেজার সুরেয়া কান্ত মন্দেকার, সুরেন্দ্র লম্বা, অনির্বাণ সাহা ও সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ।
কেন্দ্রটির সূত্র জানায়, শনিবার সকালে নাশতার টেবিলে তাদের না পেয়ে কর্তৃপক্ষ খোঁজখবর শুরু করে। একপর্যায়ে জানা যায়, তারা কাউকে না জানিয়ে বিদ্যুৎকেন্দ্র ছেড়ে চলে গেছেন। পরে প্রকল্প পরিচালক রামানাথ পুজারীকে বিষয়টি জানালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। তারা নিরাপত্তাহীনতার অজুহাতে বাংলাদেশ ছেড়েছেন বলে নিশ্চিত করেন।
তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বলছে, এখানে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা রয়েছে। এর আগে ওই কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ করেননি। এমন পরিস্থিতিতে হঠাৎ দেশ ত্যাগ করা রহস্যজনক বলে মনে করছেন তারা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।



