নর্থাম্পটন মেয়রের সম্মাননা পেলেন সাংবাদিক  শামীম

­ব্রিকলেন নিউজঃ 

সাংবাদিক হিসেবে কমিউনিটির নানা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য জনপ্রিয় টিভি চ্যানেল চ্যানেল এস ও ব্রিটেন থেকে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার ,দৈনিক উত্তরপূর্ব যুক্তরাজ্য প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীমকে মেয়রস সার্টিফিকেট ফর আউট স্ট্যান্ডিং কন্ট্রিবিউশন প্রদান করা হয়েছে। এক অনারম্ব অনুষ্ঠানের মাধ্যমে নর্থাম্পটনের মেয়র ডেনিস মেরেডিথ তার গিল্ড হলের পার্লারে সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীমকে এ সম্মাননায় ভূষিত করেন। সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য।

চ্যানেল এস এর মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্যমূলক সংবাদ, সমস্যা ও প্রয়োজনীয়তাসহ নানা ধরনের রিপোর্টের জন্য এই সম্মাননা পেয়েছেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম।

সাংবাদিক শামীম বাংলাদেশে অবস্থানকালে ১৯৯৫ সালে দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। তারপর তিনি দৈনিক যুগভেরী,জাতীয় দৈনিক বাংলাবাজার ,দৈনিক শ্যামল সিলেট ,আমার সিলেট সহ বিভিন্ন পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন।
এছাড়া বাংলামেইলটুয়েন্টিফোর নিউজ পোর্টালের যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন। সাংবাদিক শামীম ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য। সাংবাদিক শামীম জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের কঠিন সময়ে মানুষকে সচেতন করার জ্ন্য অনেক রিপোর্ট চ্যানেল এসে করেছেন। তার অনেক রিপোর্ট সকলের কাছে প্রশংসিত হয়েছে। সাংবাদিক শামীম পিআইবি সহ অসংখ্য প্রতিষ্ঠানে সাংবাদিকের উপর প্রশিক্ষণ নিয়েছেন। অনুসন্ধানী রিপোর্ট খেলাধুলাসহ নানা ধরনের রিপোর্ট সুনামের সাথে করে আসছেন তিনি। এর আগে ও কমিউনিটিতে বিশেষ অবধান রাখার জন্য আর বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছেন শামীম।

সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম এক প্রতিক্রিয়ায় বলেন ,ভালো রিপোর্ট করার তাগিদ তাকে সব সময়ই। একটি ভালো রিপোর্টের পেছনেই লেগে থাকার মানসিকতা থাকে সেখানে কখনো একটি ভালো হয়। আর সেটা যখন কখনো পুরস্কার পায় সেটা নিসন্দেহ আনন্দ ও গর্বের।

এওয়ার্ড দেওয়ার জন্য নর্থাম্পটন মেয়র ডেনিস মেরেডিথ ও কাউন্সিলর নাজ ইসলামকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি কাজের স্পৃহা বাড়ায়।সাংবাদিক শামীম এর দেশের বাড়ী সিলেট নগরীর শিবগঞ্জ সাদার পাড়ায়। বর্তমানে নর্থাম্পটনের ইস্ট হান্সবাড়ীতে বসবাস করছেন।

Related Posts

সর্বশেষ খবর