ব্রিকলেন অনলাইন- 

গেটের তালা ভেঙে ক্যাম্পাসের ঢুকেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার দাবিতে শনিবার (৩ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লিখা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসেই অবস্থান করছেন জানা গেছে।

 

পরে প্রক্টর এসে শিক্ষার্থীদের জানান রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত ছাড়া হল খুলে দেওয়া সম্ভব নয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গেটের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে।

 

তারা ভিসির বাসভবনে গিয়ে তাকে স্মারকলিপি প্রদান করে। এসময় তারা আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল খুলে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেনকে বলেন, আমি চাইলেই তো আর হল খুলে দিতে পারি না। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমি যথাযথ কর্তৃপক্ষকে জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *