‘জাতির কাছে ক্ষমা চেয়ে বিএনপির নির্বাচনে আসা উচিত’

নাশকতা বাদ দিয়ে জনসমর্থন যাচাইয়ের জন্য বিএনপি জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসা উচিত বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, দেশে নির্বাচনের জোয়ার বইছে। সব দল নির্বাচনে আসতে শুরু করেছে।

 

২৪ নভেম্বর, শুক্রবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিদের কথা চিন্তা করে লাভ নেই। দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। বিদেশিরা খামাখা অনেক সময় বিরক্ত করে। আমরা বিদেশিদের ভালো উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত। আর তারা আমাদের বিরক্ত করলে জবাব কীভাবে দিতে হয়, তা আমাদের জানা আছে।

 

তিনি বলেন, আমেরিকা বাস্তববাদী দেশ। একাত্তরেও তারা আমাদের সঙ্গে ছিল না, কিন্তু বিজয় অর্জনের পর যখনই দেশ গঠন হয়েছে, তখন জাতিসংঘে সদস্য পদের জন্য তারা আমাদের ১৫ বার সমর্থন করেছে। অতীতের মতো এবারও সরকার গঠনের পর তারা বাংলাদেশকে সমর্থন দেবে, আমরা সেই আশাই করছি।

 

ড. মোমেন বলেন, দেশের অবস্থা খুব ভালো ও নির্বাচনের জোয়ার বইছে। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা গত ১৫ বছর অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি, সেই পরীক্ষায় আপনারা আমাদের পাস করাবেন।

Related Posts

সর্বশেষ খবর