চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি; থানায় জিডি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আদালতে বোমা হামলার হুমকি দিয়ে চিরকুট লাগানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নাজির রবিউল ইসলাম (৩১) ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের দেয়ালে ওই চিরকুটটি লাগিয়ে যায় বলে জানিয়েছে আদালত ও পুলিশ সূত্র। চিরকুটে লেখা ছিল, আদালত বন্ধ না হলে জানুয়ারিতে খুললে বোমা হামলা চালানো হবে। পরে চিরকুটটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

চিরকুটটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কেউ কেউ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানালেও, আবার কেউ এটিকে তুচ্ছ হিসেবেও দেখছেন। তবে আদালত প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা না থাকায় কারা চিরকুটটি লাগিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট এ এস এম সারোয়ার জাহান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। আদালত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আদালতের নাজির থানায় সাধারণ ডায়েরি করেছেন। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৮০ সালে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এটি সিনিয়র সিভিল জজ আদালতে রূপান্তরিত হয়।

Related Posts

সর্বশেষ খবর