গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা –

ঢাকায় স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন গাফফার চৌধুরী –

জুয়েল রাজঃ
ঢাকায় বনানী কবরস্থানে স্ত্রীর পাশে  চিরনিদ্রায় শায়িত হবেন গাফফার চৌধুরী।
প্রখ্যাত সাংবাদিক,  কলামিষ্ট অমর একুশের গানের স্রষ্টা আব্দুল গাফফার চৌধুরীর মৃতদেহ তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে নেয়া হবে। মৃত্যুর আগে তিনি তাঁর কাছের মানুষজন এবং ছেলেমেয়েদের এমনটাই  বলে গেছেন। বনানী কবর স্থানে তাঁর স্ত্রীর কবরের পাশে তিনি নিজেই কবরের জায়গা  নির্ধারণ করে গেছেন। গাফফার চৌধুরীর লাশ এখনো বার্নেট হাসপাতালে আছে।  তাঁর ছেলেমেয়েরা সেখানে আছেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুনা তাসনিম ও হাসপাতালে গিয়েছেন। কর্তৃপক্ষীয় আনুষ্ঠনিকতা শেষ হলে  লন্ডন সময় বৃ্হস্পতিবার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক  ভাবে  বিষয়টি জানানো হবে।
ছবিঃ অরুপ বাউল

Related Posts

সর্বশেষ খবর