গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানায় শ্রমিকদের আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে যমুনা ডেনিমস লিমিটেড কারখানায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ৮ দফা দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো সমাধান দেয়নি। শনিবার সকালে দাবিগুলো আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে একাধিক শ্রমিক আহত হন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে
কারখানার পরিচালক কাজল কান্তির পদত্যাগ, বাৎসরিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে পরিশোধ এবং পরবর্তী বছর থেকে ডিসেম্বরেই ছুটির টাকা দেওয়া, টিফিন বিল ৫০ টাকা নির্ধারণ, রাত ১০টার পর কাজ করালে অতিরিক্ত ১৫০ টাকা প্রদান, হাজিরা বোনাস সব গ্রেডের শ্রমিককে এক হাজার টাকা দেওয়া, জরুরি প্রয়োজনে ছুটি নিশ্চিত করা এবং শ্রমিকদের সঙ্গে স্টাফদের দুর্ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
পুলিশের ভাষ্য, সকালেই শ্রমিকেরা হঠাৎ রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।
কারখানা কর্তৃপক্ষ বেলা ১১টার দিকে মূল ফটকে নোটিশ টাঙিয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী যমুনা ডেনিমস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। নোটিশে বলা হয়, শ্রমিকদের বেআইনি আন্দোলনের কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং নির্ধারিত রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটি বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশ–২ কোনাবাড়ী অঞ্চলের পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, এ ঘটনায় শিল্প পুলিশের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন। বর্তমানে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নোটিশ দিয়ে কারখানা পুনরায় চালু করা হবে।

