গাজীপুরে গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে ব্যাংক থেকে ২৪ লাখ টাকা লুট

গাজীপুর মহানগরীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মচারীকে মারধর করে ২৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে চান্দনা চৌরাস্তার কাজিমউদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, ডাচ্–বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবস্থাপক হাবিবুর রহমান ও তাঁর এক সহকারী বিকেল চারটার দিকে চান্দনা চৌরাস্তা শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলেন। এ সময় দুই থেকে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁদের গতিরোধ করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এরপর টাকা বহনকারী দুই কর্মচারীকে মারধর করে ২৪ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, সারাদিন বিভিন্ন দোকান ও পাড়া-মহল্লা থেকে টাকা সংগ্রহ করে মোট ২৪ লাখ টাকা ওঠে। ওই টাকা মোটরসাইকেলে করে ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ছিনতাইকারীরা রাস্তা আটকায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, “ঘটনাটি আমরা পরে জানতে পারি। তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা টাকা লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগীরা ২৪ লাখ টাকা ছিনতাইয়ের দাবি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Related Posts

সর্বশেষ খবর