কক্সবাজারের রামু উপজেলায় মো. বাবুল (৩৫) নামে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত বাবুল রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম গ্রামের মৃত আব্দু সালামের ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তানের একমাত্র উপার্জনকারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, ইজিবাইক ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা বাবুলকে হত্যা করেছে। ঘটনাস্থলে তাঁর ইজিবাইক পাওয়া যায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে।




