কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরালে তীব্র সমালোচনা; পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ ও জিমনেসিয়ামে কিশোর–তরুণদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা।

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সর্বমিত্র চাকমা ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে ডাকসুতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কয়েকজন কিশোর ও তরুণকে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন সোমবার জিমনেসিয়ামে লাঠি হাতে দাঁড়িয়ে একইভাবে শাস্তি দেওয়ার আরেকটি ভিডিও প্রকাশ পায়। দুটি ভিডিও ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সমালোচনার পর দেওয়া ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা দাবি করেন, শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠ কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হলেও দীর্ঘদিন ধরে সেখানে বহিরাগতদের অবাধ প্রবেশ চলছে। এতে নারী শিক্ষার্থীদের হয়রানি, মোবাইল ফোন ও সাইকেল চুরির মতো ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি লেখেন, এসব বিষয় বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সিসি ক্যামেরা স্থাপন বা নিরাপত্তা জোরদার না করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই বাস্তবতায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গিয়ে তিনি এমন আচরণে বাধ্য হন বলে দাবি করেন সর্বমিত্র।

তবে তিনি স্বীকার করেন, কাউকে এভাবে শাস্তি দেওয়া তাঁর উচিত হয়নি। পোস্টে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে লেখেন, ডাকসুর প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। সে দায় স্বীকার করেই কার্যনির্বাহী সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত; কারও প্রতি ক্ষোভ বা অভিমান থেকে নয়।

Related Posts

সর্বশেষ খবর