অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চলতি মাসে এটি তাদের তৃতীয় দফার টেলিফোনালাপ।
রোববার (২৫ জানুয়ারি) এ তথ্য জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় তারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
আলোচনায় উভয় পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
এর আগে সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় একটি বহুপক্ষীয় ফোরামের সাইডলাইনে তৌহিদ হোসেন ও ইসহাক দারের সাক্ষাৎ হয়।



