আমি মেয়র নির্বাচন করব না- আরিফুল হক চৌধুরী

    কপাল খুলবে আওয়ামী লীগ প্রার্থীর –

ব্রিকলনেন নিউজ:

সিলেটের মেয়র নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। লন্ডনে সফররত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিজেই এক সভায় তাঁর বক্ত্যবে নিশ্চিত করেছেন।
লন্ডনে যুক্তরাজ্য যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, এই সরকারের আমলে দুইবার সিলেটের মেয়য় নির্বাচিত হয়েছি। কিন্ত এবার যেহেতু আমার দল বিএনপি সিদ্বান্ত নিয়েছে, এই স্বৈরাচারী সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না, সেই সিদ্ধান্তে অটল থেকেই আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না।
সংবাদ মাধ্যমে নানা রকম সংবাদ এসেছে, কোন সংবাদপত্র লিখেছে ২সপ্তাহ ধরে আমি লন্ডনে আছি।
কিন্ত আমি ৫ দিন হয়েছে লন্ডনে এসেছি, এবং নেতার সাথে আমার মিটিং ও করেছি। তিনি আমাকে সিগন্যাল ও দিয়েছেন, তবে সেটি গ্রীন সিগ্যনাল না রেড সিগন্যাল সময়ই বলে দেবে। সিলেট থেকেই সরকার পথনের আন্দোলন শুরু হবে বলে ও তিনি মন্তব্য করেন।
দীর্ঘ ১ সপ্তাহ ধরে আরিফুল হক চৌধুরীর নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে বিভিন্ন সূত্র থেকে নান ধরণের সংবাদ আসছিল। সর্বশেষ আজকে আরিফুল হক চৌধুরীর ঘোষণার মধ্য দিয়ে সব বিভ্রান্তি ও ধোঁয়াশা কেটে গেছে।

আর এতে করে সিলেটে কপাল খুলেছে আওয়ামী লীগের প্রার্থীর। যদি ও এখনো নিশ্চিত না কে হবেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী। ইতমধ্যে আওয়ামী লীগ থেকে ৭ জন নৌকা প্রতীকের জন্য নমিনেশন ফরম ক্রয় করেছেন বলে জানা গেছে। তাই এখনো নিশ্চিত নয় কে পাচ্ছেন নৌকার টিকেট। আরিফুল হক চৌধুরীর নির্বাচন না করার ঘোষণায় নির্বাচনে মাঠে সুবিধাজন অবস্থায় থাকবে দলীয় প্রার্থী, এবং যিনি দলীয় প্রতীক পাবেন তিনিই বিজয়ী হবেন।

Related Posts

সর্বশেষ খবর