আবার আদালতে মানহানির মামলা জামায়াত প্রার্থী আমির হামজার নামে

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে মন্তব্য করার অভিযোগে জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহে মানহানির মামলা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ঝিনাইদহ সদর আমলি আদালতে জেলা বিএনপির সহ–আইনবিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ঝিনাইদহ আদালত পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মুফতি আমির হামজার বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (মামলা নং–৭১/২৬) গ্রহণ করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী আবদুল আলিম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এবং মরহুম আরাফাত রহমান কোকো সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ায় শুধু পরিবার নয়, বিএনপির নেতাকর্মীরাও হেয়প্রতিপন্ন হয়েছেন। এ কারণেই আদালতের শরণাপন্ন হতে হয়েছে বলে জানান তিনি।

Related Posts

সর্বশেষ খবর