কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী এলাকায় নাফ নদে সীমান্তের কাছে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং জীম্বংখালী বিওপির পূর্ব পাশে সীমান্তবর্তী নাফ নদে এ ঘটনা ঘটে। আহত কিশোররা হলো—কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে সোহেল (১৫) এবং একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে ওবায়দুল্লাহ (১৪)।
স্থানীয় সূত্র জানায়, সকালে নাফ নদসংলগ্ন সীমান্তের কেওড়া বাগানে লাকড়ি সংগ্রহ করতে গেলে হঠাৎ মিয়ানমার সীমান্তের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে সোহেল ও ওবায়দুল্লাহ গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ ওবায়দুল্লাহর মামা মোহাম্মদ ইসমাইল জানান, গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, সোহেলের বাম পা ও হাতে এবং ওবায়দুল্লাহর মাথায় গুলি লেগেছে। চিকিৎসকদের মতে, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদ এলাকায় দুই কিশোর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।



