Brick Lane News

হাসপাতালে মারা গেলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (৭০) মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।

আব্দুর রহমান নগরের ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে। তিনি আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ শাখার সহসভাপতি ছিলেন।

কারা সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার বিস্ফোরক আইনের ৪৯ (০৯)২৪ নম্বর মামলার আসামি হিসেবে গত বছরের ১৭ নভেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে যান আব্দুর রহমান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে ভর্তি করা হয়। প্রায় এক মাস চিকিৎসা শেষে গত ১৮ জানুয়ারি তাঁকে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তবে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ায় ফের অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে ২৬ জানুয়ারি আবারও তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Related Posts

Social Media

সর্বশেষ খবর