Brick Lane News

রাজশাহীতে কৃষককে গলা কেটে হত্যা

রাজশাহীর বাগমারা উপজেলায় মাহবুবুর রহমান নামের এক কৃষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের তিন মাথার মোড় সংলগ্ন কলাবাগান থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাহাবুর রহমান (৪২) নরদাশ ইউনিয়নের হাট মাধনগর উত্তরপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কৃষক মাহাবুর রহমান বাড়ির পাশে ঢাক বাজার মোড় সংলগ্ন জমিতে সেচ দিতে যান। সেখান থেকে রাত ৯টার দিকে তিনি নিখোঁজ হন। এরপর থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর হাট বাইগাছা-ভবানীগঞ্জ রোডের রামপুর গ্রামের তিন মাথার মোড় সংলগ্ন কলাবাগানে ঝোপঝাড়ের মধ্যে স্থানীয় লোকজন ওই কৃষকের গলাকাটা লাশ দেখতে পান।

খবর পেয়ে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডের মূল কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা তাকে উপর্যুপরি আঘাত করার পর গলার পেছন দিকে কেটে তার মৃত্যু নিশ্চিত করেছে। ময়নাতদন্তের জন্য নিহত কৃষকের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Posts

Social Media

সর্বশেষ খবর