বিএনপির সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় বিএনপির এক নেতা বলেছেন, দাঁড়িপাল্লার পক্ষে কোনো নারী ভোট চাইলে তাঁর কাপড় খুলে নেওয়া হবে। ভোটের আগে যদি মায়ের কাপড় খুলতে পারো, ক্ষমতায় গেলে দেশের কাপড়ও খুলে নেবে।”
শনিবার দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, “আমরা যারা আল্লাহকে ভয় করি, তারা আমাদের মাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মায়ের গায়ে হাত তুললে সেই হাত সুস্থভাবে ফিরবে না। আর একবারও যেন মায়ের গায়ে হাত না তোলা হয়।”
এর আগে সকাল ১১টায় ফরিদগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। সেখানে তিনি বলেন, “৫৪ বছরে দেশে প্রকৃত পরিবর্তন আসেনি। এই সময়ে তিনটি দল ক্ষমতায় থেকেছে, কিন্তু উন্নয়নের বদলে দুর্নীতিই করেছে।”
তিনি অভিযোগ করেন, দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে বিচারব্যবস্থা ধ্বংস করা হয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে অর্থনীতি বিপর্যস্ত করা হয়েছে এবং এসব কারণেই শাসক দলগুলো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গোলাম পরওয়ার বলেন, “ক্ষমতায় যাওয়ার আগে যারা মানুষ হত্যা, নির্যাতন ও অত্যাচার চালাচ্ছে, তাদের এখনই রুখে দিতে হবে। আর জীবন নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে।”
চাঁদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলাম ও জেলা ছাত্রশিবির সভাপতি ইব্রাহিম খলিল।



