প্রথম বাংলাদেশি হিসেবে ‘স্পিরিট অব সালাম’ পুরস্কার পেলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ডেটা সায়েন্স বিভাগের ডিন অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার। আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান কেন্দ্র (ICTP) এই পুরস্কার ঘোষণা করেছে নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের জন্মদিনে।
ICTP জানিয়েছে, অধ্যাপক মাহবুবুলকে বাংলাদেশে বিজ্ঞান ও শিক্ষার ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে। গবেষণা ও শিক্ষা উন্নয়নে বাংলাদেশের সীমাবদ্ধতা দূর করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। শ্রেণিকক্ষের বাইরে তিনি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিত লেখালেখি ও বক্তৃতা করেন। তিনি ‘বিজ্ঞানচিন্তা’ সাময়িকীর উপদেষ্টা এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বাংলাদেশ দলের কোচ।
ICTP-এর ‘Physics Without Frontiers’ প্রোগ্রামের সঙ্গে অধ্যাপক মাহবুবুলের সহযোগিতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। তিনি বাংলাদেশে আন্তর্জাতিক মানের বিজ্ঞান সম্মেলন ও কর্মশালা আয়োজনেও সক্রিয় ভূমিকা রাখছেন।
অধ্যাপক মাহবুবুল বলেন, “এই সম্মাননা বাংলাদেশের বিজ্ঞান ও গণিত কর্মকাণ্ডকে বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ দিয়েছে। শিক্ষার্থীদের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এটি গুরুত্বপূর্ণ।”
এ বছর এই পুরস্কার পেয়েছেন আরও দুইটি প্রাপক: ICTP-এর আর্থ সিস্টেম ফিজিকস সেকশনের সাবেক ভারপ্রাপ্ত প্রধান করিম আউদিয়া (মরণোত্তর) এবং ICTP পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম, যা ৮৪টি দেশের ১,২০০-এর বেশি শিক্ষার্থীকে উন্নত গবেষণার জন্য প্রস্তুত করেছে



