Brick Lane News

জামায়াত গোপনে বৈঠক করে ভারত ও আমেরিকার সঙ্গে; বৈঠক হতেই পারে কিন্তু গোপন কেন?

জামায়াতকে কটাক্ষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “জামায়াতের মুখে এক কথা, কাজে আরেক কথা। প্রকাশ্যে এক কথা বলে, গোপনে ভারত ও আমেরিকার সঙ্গে বৈঠক করে। বৈঠক হলে প্রকাশ্যেই হোক, গোপন কেন? ওই গোপনের মধ্যেই ডাল মে কুচ কালা হে। বাংলাদেশের মানুষ এটা বুঝে গেছে।”

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “আর ধোঁকা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমরা একা নই, আমাদের সঙ্গে আল্লাহ আছেন, আছেন ওলামা-মাশায়েখ ও সাধারণ মানুষ।”

তিনি বলেন, “ইসলামের নীতি ও আদর্শের ওপর দাঁড়িয়ে থাকলে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাওয়া যাবে। আমরা দেখেছি, জামায়াত সমঝোতার মাধ্যমে নেতৃত্বের ক্ষমতা নিয়ে নিয়ে প্রচলিত নিয়মেই দেশ পরিচালনার পথে হাঁটছে। বিষয়টি স্পষ্ট হওয়ার পর আমরা কঠিন সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “ইসলামকে বাংলার জমিনে উঁচু করার ও মানবতা রক্ষার লক্ষ্যে ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীক নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা বাংলাদেশকে পরিবর্তন করে সোনার দেশে পরিণত করব।”

নরসিংদী সদর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে জেলার বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related Posts

Social Media

সর্বশেষ খবর