Brick Lane News

ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, তা না করে একজন নেন আমার : মির্জা আব্বাস

নির্বাচনী মাঠে নতুন প্রার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস নাসির উদ্দীঙ্কেন ঈঙ্গিত করে মন্তব্য করেছেন যে, সাধারণ মানুষ দিনের শুরুতে আল্লাহর নাম নিলেও তাঁর নির্বাচনী এলাকায় এমন একজন প্রার্থী রয়েছেন, যিনি দিনের শুরুতেই তাঁর নাম উচ্চারণ করেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি পুরানা পল্টনের বধির স্কুলে আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেন।

মির্জা আব্বাস বলেন, অতীতে তিনি আরও শক্তিশালী ও কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছেন। তবে তখন কেউই একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেননি। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, এবারের নির্বাচনে সবাই আইন মেনে চলবে এবং ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকবে।

তিনি অভিযোগ করেন, বর্তমানে সারাদিন ধরে তাঁর নাম জড়িয়ে নেতিবাচক বক্তব্য দেওয়া হচ্ছে এবং তাঁকে উসকানি দেওয়ার চেষ্টা চলছে। তবে তিনি বলেন, এসব বিষয় তাঁকে বিচলিত করে না, কারণ তিনি জীবনে বহু নির্বাচন মোকাবিলা করেছেন। তিনি আরও যোগ করেন, যারা এসব করছে তারা তাঁর সন্তানের মতোই অপরিণত।

বিকেলে তিনি শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ চালান। এছাড়া রাতে চামেলীবাগ গ্রিন পিস অ্যাপার্টমেন্টের মালিকদের সঙ্গে একটি নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সাবেক এই মন্ত্রী বলেন, তিনি জনগণের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করেন যে জনগণই শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেবে। তাঁর মতে, নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তার বাস্তব প্রতিফলন দেখা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি।

পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কিছু প্রার্থীর আচরণ দেখে মনে হচ্ছে, নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা চলছে। বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী নির্দিষ্ট কয়েকজনকে জয়ী করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

Related Posts

Social Media

সর্বশেষ খবর