ক্ষমতার লোভে তারা ইসলাম নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেল; জামায়াতকে মুফতি রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে কড়া ভাষায় সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন,
“আবার আরেক শ্রেণির স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আমাদের ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেছে।”

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় কুড়িগ্রাম-৪ আসনের রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

জনসভায় মুফতি রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে একা করে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রচার করা হলেও বাস্তবতা ভিন্ন। তাঁর ভাষায়, “আমরা একা নই, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেশের সম্মানিত ওলামা-মাশায়েখগণ।”

তিনি বলেন, ইসলামের নামে রাজনীতি করে যারা ক্ষমতার ভাগ চাইছে, তাদের মুখোশ এখন উন্মোচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের আস্থা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে।

চরমোনাই পীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে সমর্থন দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম-৪ আসনে দলটির প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান। সভায় আরও বক্তব্য দেন জেলা ও উপজেলা পর্যায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মুজাহিদ কমিটির নেতারা।

Related Posts

সর্বশেষ খবর