আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। এর ফলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে টাইগাররা, আর তাদের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেয়েছিল, সহ-আয়োজক দেশ শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভেন্যু পরিবর্তনের সেই প্রস্তাব নাকচ করে দেয়। ভারত সফরে অনড় অবস্থান না বদলানোয় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি।
এ ঘটনার রেশ গিয়ে পড়েছে ক্রীড়া সাংবাদিকদের ওপরও। বিশ্বকাপ কাভারের জন্য ভারত ও শ্রীলংকা সফরে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক আইসিসির কাছে অ্যাক্রেডিটেশনের আবেদন করেছিলেন, তাদের সব আবেদন বাতিল করে দিয়েছে সংস্থাটি।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ই-মেইলের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানানো হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ১৩টি আইসিসি ইভেন্ট কাভার করা সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী বলেন,
“বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় মনে হচ্ছে আইসিসি সাংবাদিকদেরও বয়কট করেছে। এমন ঘটনা সাধারণত দেখা যায় না। অতীতে বাংলাদেশ অংশ না নিলেও আমরা বিশ্বকাপ কাভার করেছি। বোঝা যাচ্ছে, আইসিসি বাংলাদেশের ওপর কতটা ক্ষুব্ধ। পুরো বিষয়টি হতাশাজনক।”
বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক শাকির আব্বাসি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন,
“টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন না দেওয়া অন্যায়। অন্তত শ্রীলংকায় ম্যাচ কাভারের অনুমতি দেওয়া উচিত ছিল।”
বাংলাদেশ দল ও সাংবাদিকদের একসঙ্গে বাদ পড়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।



