দেশের ক্রিকেট কূটনীতি এখন একদম তলানিতে: আমিনুল

বাংলাদেশের ক্রিকেটে চরম অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। তিনি বলেছেন, ক্রিকেট বোর্ডের বর্তমান কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া গভীরভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়ছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে আমিনুল হক বলেন, একজন সাবেক ক্রীড়া উপদেষ্টার ভুল নীতি ও ব্যক্তিগত প্রভাবের কারণে বিসিবি তার প্রাতিষ্ঠানিক স্বকীয়তা হারিয়েছে। এর ফলে বোর্ড এখন স্বাধীনভাবে দেশের ক্রিকেটের স্বার্থ রক্ষা করতে পারছে না।

বর্তমান সংকটের জন্য বিসিবির ব্যর্থ ক্রিকেট কূটনীতিকেও দায়ী করেন তিনি। আমিনুল হকের ভাষ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও অন্যান্য শক্তিশালী বোর্ডগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন দুর্বল অবস্থানে রয়েছে। যথাযথ আলোচনায় ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায় সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, দেশের ক্রিকেটের স্বার্থ সবার আগে থাকার কথা থাকলেও বর্তমান বোর্ড সেই আস্থার জায়গা ধরে রাখতে পারেনি। বোর্ডের সিদ্ধান্তগুলোতে স্বচ্ছতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে।

ক্রীড়াঙ্গনে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে আমিনুল হক বলেন, ক্রিকেট বা ফুটবল—কোনো খেলাই ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম হতে পারে না। ক্রিকেটে যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

ভবিষ্যতে প্রতিটি সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনা না হলে দেশের ক্রীড়াঙ্গনে এই সংকট আরও গভীর হবে।

Related Posts

সর্বশেষ খবর