অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার প্রায় ২২ হাজার

সারা দেশে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় এখন পর্যন্ত ২১ হাজার ৮৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া অভিযান চলাকালে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ফেজ–২ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৭৭০ রাউন্ড গুলি, ৭৮৬ রাউন্ড কার্তুজ, ১৩৭টি ককটেল এবং ১৪টি বোমা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

সর্বশেষ খবর