নিরাপত্তা ঝুঁকিতে বাতিল সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান

 

নিরাপত্তাজনিত কারণে আগামী রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ অনুষ্ঠিতব্য সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, আমানতকারী ও চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের ব্যাংক কর্মকর্তারা অনুষ্ঠানস্থলে ঘেরাও কর্মসূচি ঘোষণা করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই কর্মসূচির প্রচার চলছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের মধ্যে আলোচনা হয়। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে থাকতেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সভাপতিত্ব করার কথা ছিল সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ারের।

সূত্র জানায়, ব্যাংকটির সাম্প্রতিক কার্যক্রম, তারল্য পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন কয়েকটি ব্যাংকের আমানতকারী ও চট্টগ্রামের কিছু ব্যাংক কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানের দিন তারা ঘেরাও কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। এ তথ্য পাওয়ার পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা হিসেবে অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুন এই ব্যাংক গড়ে উঠছে। এটি দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে চালু হওয়ার কথা ছিল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Posts

সর্বশেষ খবর