ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামী আন্দোলন এখন আর একা নয়; বরং যারা নিজেদের ইসলামের নামে রাজনীতি করছে, তারাই এখন একা হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, দেশের প্রতি ভালোবাসার কথা বললেও একটি পক্ষ গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করছে।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থানের পর একটি শ্রেণি ক্ষমতার লোভে এককভাবে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। সরলতার সুযোগ নিয়ে তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। তাঁর ভাষায়, “যারা ইসলামের নাম ব্যবহার করে ষড়যন্ত্র করেছে, তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।”

তিনি আরও বলেন, ইসলামপ্রিয় জনগণ সেই সব গোষ্ঠীকে পরিত্যাগ করে ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে এখন তারাই রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে।

নির্বাচন প্রসঙ্গে চরমোনাই পীর অভিযোগ করেন, ইসলামী আন্দোলনের সঙ্গে থাকা অন্য ইসলামী দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের আসনে প্রার্থী দেওয়া হয়নি। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে প্রতিটি আসনেই প্রার্থী দেওয়া হয়েছে। তিনি বলেন, “অন্যদের আটকে রেখে আমাদের বের করে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে।”

সমাবেশে তিনি মুন্সীগঞ্জ–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের পক্ষে ভোট চান এবং ইসলামী আদর্শের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

Related Posts

সর্বশেষ খবর