রাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের চাপায় আবুল কাশেম আজাদ (৩৪) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম আজাদ ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখায় কর্মরত ছিলেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল কালাম আজাদের ছেলে। তিনি রাজধানীর দক্ষিণখান এলাকার আশকোনায় ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও সহায়তাকারী এক পথচারী মো. ইফতেখার হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় কাশেমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কেএনজেড হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কাশেম ব্যাংকের জরুরি কাগজপত্র এক শাখা থেকে অন্য শাখায় পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। দুর্ঘটনার সময় তিনি খিলক্ষেত অফিস থেকে গুলশানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। বাড্ডায় নেমে লিংক রোড পার হওয়ার সময় দ্রুতগতিতে চলা দুই বাসের মাঝে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।




