জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনে লাঙল প্রতীকের প্রার্থী জি এম কাদের অভিযোগ করেছেন, সরকার পরিকল্পিতভাবে একটি বিশেষ দলকে নির্বাচনী সুবিধা দিতে কাজ করছে। এর ফলে এখনো নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে দাবি করেন তিনি।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জি এম কাদের। তিনি বলেন, ভোটের মাঠে জাতীয় পার্টির প্রার্থীদের হুমকি, ভয়ভীতি ও চাপের মুখে রাখা হচ্ছে। এসব ঘটনায় নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন তিনি।
জি এম কাদের বলেন, “গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, একটি দলকে সুবিধা দিতে অন্য দলগুলোকে পরিকল্পিতভাবে চাপে রাখা হচ্ছে। এ অবস্থায় নির্বাচন জনগণের কাছে কখনোই বিশ্বাসযোগ্য হবে না।”
গণভোট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, জনগণের ওপর ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রশাসনিক প্রভাব, সরকারি ক্ষমতা এবং ভয়ভীতির মাধ্যমে মানুষকে একটি নির্দিষ্ট ভোটে বাধ্য করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “এই গণভোট সংবিধানসম্মত নয়। যদি ‘হ্যাঁ’ ভোট জোর করে পাস করানো হয়, তাহলে সংসদ তার সার্বভৌম ও স্বাধীন চরিত্র হারাবে। সংসদ একটি নির্দিষ্ট শক্তির আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হবে।”
তিনি আরও বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। “এটি কোনো দলীয় বিষয় নয়, এটি দেশের সার্বভৌমত্বের প্রশ্ন। দেশের স্বার্থে জনগণকে ‘হ্যাঁ’ ভোট বর্জন করে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি,” বলেন জি এম কাদের।
নির্বাচনী মাঠের পরিস্থিতি তুলে ধরে তিনি দাবি করেন, এবারের নির্বাচনে জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের সাড়া ব্যতিক্রমী। তাঁর ভাষায়, “মাঠের বাস্তবতা বলছে, মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টির দিকেই তাকিয়ে আছে। দেশকে স্থিতিশীল রাখতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।”
মতবিনিময়কালে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




