আগামী কাল থেকে লন্ডনে দুইদিন ব্যাপী বইমেলা –

উদ্বোধন করবেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন

জুয়েল রাজ- 

আগামীকাল রবিবার ৪ সেপ্টেম্বর থেকে লন্ডনে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী ১০ম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। সদ্য প্রয়াত বরণ্যে সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী’র স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এবারের বইমেলা।
বই মেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অর্থনীতিতে প্রথম বাঙালি নোবেল বিজয়ী অমর্ত্য সেন। ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে কবি সাহিত্যিক গণ এসে যোগ দিবেন এই বই মেলায়।
পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড পার্কে অবস্থিত দ্যা আর্ট প্যাভিলনে ৪ সেপ্টেম্বর রবিবার দুপুর ২টা থেকে রাত ১১টা এবং ৫ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বই মেলা।

 

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির সভাপতি, কবি ময়নূর রহমান বাবুল বলেন, করোনাকালীন দুই বৎসরের বিরতির পর আমাদের এবারের বই মেলা, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দর ও সর্বজনীন একটি মেলা আয়োজনের। বাংলাদেশের ১৫ টি স্বনামধন্য প্রকাশনা সংস্থা সরাসরি স্টল নিয়ে উপস্থিত থাকছে মেলায়। পাশাপাশি ছোট কাগজ ও কবি লেখকদের নিজস্ব বই ও বিভিন্ন প্রকাশনার বই সেখানে থাকবে। প্রবাসে আমাদের বই পিপাসীদের জন্য একটা সুবর্ণ সুযোগ পাশাপাশি পারস্পরিক যোগাযোগের একটি অপূর্ব সেতুবন্ধন হিসাবে কাজ করে এই মেলা।

Related Posts

সর্বশেষ খবর