অনলাইন ডেস্ক-
স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার ঐতিহাসিক এডিনবরা সেন্ট্রাল মসজিদে বিদ্বেষমূলক গ্রাফিতির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম অধিকার ও সহায়তা সংগঠন মুসলিম এনগেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (মেন্ড)।
গত শুক্রবার রাতে মসজিদের দেয়ালে লাল রঙ ব্যবহার করে “Get out of Scotland” এবং “Leave Scot” লেখা স্প্রে করে দুর্বৃত্তরা। এ ঘটনাকে স্থানীয় বাসিন্দারা ‘ঘৃণ্য ও বীভৎস’ বলে আখ্যা দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, এডিনবরার পটাররো এলাকায় অবস্থিত মসজিদটিতে শুক্রবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে হামলার ঘটনা ঘটে। শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটে পুলিশ স্কটল্যান্ড এ বিষয়ে অভিযোগ পায়। ঘটনার পূর্ণাঙ্গ পরিস্থিতি জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
এ ঘটনার প্রতিক্রিয়ায় মেন্ড বলেছে, মসজিদে হামলা—তা গ্রাফিতি হোক বা হুমকি—শুধু একটি স্থাপনায় সীমাবদ্ধ থাকে না; বরং পুরো সম্প্রদায়ের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি করে। সংগঠনটির মতে, সাম্প্রতিক সময়ে এমন ঘটনা আর ‘অপ্রত্যাশিত’ নয়, যা অত্যন্ত উদ্বেগজনক।
মেন্ডের এক মুখপাত্র বলেন,
“মসজিদে হামলা সমাজে এক ধরনের শীতল আতঙ্ক ছড়িয়ে দেয়। দুঃখজনক হলেও সত্য, এডিনবরা সেন্ট্রাল মসজিদের ওপর হামলাটি সাম্প্রতিক মাসগুলোর বহু ঘটনারই একটি অংশ।”
তিনি আরও বলেন,
“গত বছর ঠিক এই সময়েই গ্রিনকের একটি মসজিদে গণহত্যার প্রস্তুতির অভিযোগে এক কিশোরকে সন্ত্রাসবাদী মামলায় অভিযুক্ত করা হয়। অনলাইন প্ল্যাটফর্মে—বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে—চরম ডানপন্থী উগ্রবাদী কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে, অথচ তা ঠেকাতে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”
মেন্ডের মতে, সমাজকে বিভক্ত করার পেছনে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য কাজ করছে। সংগঠনটি স্কটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, চরম ডানপন্থী উগ্রবাদ ও ভ্রান্ত তথ্যের বিস্তার রোধে সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে তরুণদের সুরক্ষায় আগাম হস্তক্ষেপ জরুরি।
পুলিশ স্কটল্যান্ড জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: ডেইলি রেকর্ড




